ইউরোপ আজই যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিতে পারে না। কিন্তু এটি মহাদেশে টেকসই নিরাপত্তার শর্ত তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারে। আর যদি তোষামোদ প্রয়োজন হয়, ইউরোপ ট্রাম্পকে আশ্বাস দিতে পারে যে শান্তির দিন এলে, এটি আনন্দের সঙ্গে তাকে একটি স্মারক, একটি চত্বর, বা উজ্জ্বল, সোনালী পুরস্কার উৎসর্গ করবে।